দিনাজপুর বোর্ডের ২০ কলেজে ৬৩ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

দিনাজপুর বোর্ডের ২০ কলেজে ৬৩ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ, এবং জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী। তবে এই ফলাফলে একটি বড় উদ্বেগের বিষয় হলো, দিনাজপুর বোর্ডের অধীনে ২০টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব কলেজের মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৬৩ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এ তথ্য জানান।

ফলাফলে দেখা গেছে, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিলেও কেউই উত্তীর্ণ হতে পারেনি। এসব কলেজের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—লালমনিরহাটের গন্ধমারুয়া স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁওয়ের গোগোর কলেজ এবং দিনাজপুরের সনকা আদর্শ কলেজ।

উল্লেখ্য, আজ বুধবার সকাল ১১টায় সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। আর মোট ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )