দারুণ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল আয়ারল্যান্ড

দারুণ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল আয়ারল্যান্ড

শেষ ওভারে ১৫ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে লাউরা ডেলানি সেই কাজটি সম্পন্ন করে আয়ারল্যান্ডকে জয় এনে দেন। এতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল আইরিশরা।

সোমবার অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ১২৩ রান সংগ্রহ করে। জবাবে, ১ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় আয়ারল্যান্ড।

বাংলাদেশের ব্যাটিং:
ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হলেও ইনিংসের মাঝপথে ধাক্কা খায় দলটি। সোবহানা মুশতারি ৪৩ বলে ৪৫ রান করে ভালো শুরু এনে দিলেও অন্য ব্যাটারদের দ্রুত বিদায়ের কারণে বড় স্কোর গড়া সম্ভব হয়নি। শারমিন সুপ্তা ৩৩ বলে ৩৪ রান করেন। তবে ইনিংসের শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

আইরিশ পেসার অরলা প্রেন্ডারগাস্ট বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৪ উইকেট।

আয়ারল্যান্ডের ব্যাটিং:
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে আয়ারল্যান্ড। ওপেনার গ্যাবি লুইস ও অ্যামি হান্টার ৭ ওভারে ৫১ রান তোলেন। তবে জান্নাতুল ফেরদৌস ও রাবেয়া খানের বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।

শেষ ওভারে লেগ স্পিনার স্বর্ণা আক্তারের প্রথম বলেই রানআউট হন আর্লেন কেলি। এতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়। তবে লাউরা ডেলানি দারুণ ব্যাটিং করে পরের তিন বলেই বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে দেন। ডেলানি ৩১ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।

এই জয়ে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় আয়ারল্যান্ড। বাংলাদেশের জন্য সিরিজটি হতাশার হলেও দলটি নিজেদের খেলায় উন্নতি আনার সুযোগ পাবে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )