থাইল্যান্ডে প্রেমিকের সামনে হাতির আঘাতে স্প্যানিশ তরুণীর মৃত্যু

থাইল্যান্ডে প্রেমিকের সামনে হাতির আঘাতে স্প্যানিশ তরুণীর মৃত্যু

থাইল্যান্ডের কো ইয়াও এলিফ্যান্ট কেয়ার সেন্টারে এক আতঙ্কিত হাতির আক্রমণে ২২ বছর বয়সী স্প্যানিশ তরুণী ব্লাংকা ওজাঙ্গুরেন গার্সিয়া প্রাণ হারিয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত শুক্রবার হাতিটিকে গোসল করানোর সময় এই দুর্ঘটনা ঘটে। গার্সিয়া স্পেনের ইউনিভার্সিটি অব নাভারার আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং একটি বিনিময় প্রোগ্রামের অধীনে তাইওয়ানে বাস করছিলেন। থাইল্যান্ডে ছুটি কাটানোর সময় তার সঙ্গে তার প্রেমিকও ছিলেন, যিনি আক্রমণের ঘটনা প্রত্যক্ষ করেন।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানান, ব্যাংককের স্প্যানিশ কনস্যুলেট গার্সিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। থাইল্যান্ডের ন্যাশনাল পার্কস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, দেশটিতে চার হাজারেরও বেশি বন্য হাতি এবং প্রায় সমানসংখ্যক বন্দি হাতি রয়েছে। কো ইয়াও সেন্টারে পর্যটকদের জন্য ‘এলিফ্যান্ট কেয়ার’ প্যাকেজের অংশ হিসেবে হাতিদের গোসল করানোর ব্যবস্থা রয়েছে।

প্রাণীদের অধিকার বিষয়ক কর্মীরা এই ধরনের কার্যক্রমের সমালোচনা করে বলেন, এটি হাতিদের জন্য অপ্রয়োজনীয় চাপ ও আঘাতের ঝুঁকি বাড়ায়। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড এনিম্যাল প্রোটেকশন বহুদিন ধরে বন্দি হাতিদের প্রজনন বন্ধের আহ্বান জানিয়ে আসছে। সংস্থার মতে, এশিয়ার পর্যটন খাতে ব্যবহৃত ৬০ শতাংশেরও বেশি হাতি অপ্রতুল অবস্থায় বাস করছে, যা তাদের প্রাকৃতিক সামাজিক কাঠামোকে ব্যাহত করে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )