তুরস্কে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তুরস্কে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আজ বুধবার স্থানীয় সময় পূর্ব তুরস্কের মালাতিয়া প্রদেশে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি কর্তৃপক্ষ এএফএডি এ তথ্য নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের সময় আতঙ্কে এলাকার মানুষ ভবন থেকে দ্রুত বের হয়ে রাস্তায় চলে আসে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশের কেন্দ্রস্থল থেকে ৪৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে।

সূত্র: রয়টার্স

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )