তামিল নাড়ুতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ৬ শিশু নিহত
ভারতের তামিল নাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ছয় শিশুসহ সাতজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৮টার দিকে সিটি হাসপাতালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পুরো কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পিটিআই জানিয়েছে, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত অন্য হাসপাতালে পাঠায়। তবে সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, হাসপাতাল ভবন থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় অন্যান্য রোগীদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সূত্র: এনডিটিভি