তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে গায়ানার জয়যাত্রা শুরু
প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলতে নেমেই চমক দেখালেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব। তার অসাধারণ বোলিং পারফরম্যান্সের ওপর ভর করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্সকে ছয় উইকেটে পরাজিত করে নিজেদের জয়ে শুরু করেছে।
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স ১২৫ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ বলে ৪৮ রান করেন টম অ্যাবেল। গায়ানার পেস আক্রমণের শুরুটা করেন তানজিম সাকিব, যিনি তার দ্বিতীয় ওভারে মির্জা বাইগকে ফেরান। শেষ ওভারে আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন সালমান মির্জার।
তানজিমের স্পেল ছিল অসাধারণ—চার ওভারে মাত্র ২০ রান দিয়ে দুটি উইকেট শিকার। তাকে যোগ্য সঙ্গ দেন ডোয়াইন প্রিটোরিয়াস, যিনি মাত্র ২১ রানে চারটি উইকেট নেন। হাসান খানও ৩১ রানে দুটি উইকেট শিকার করে দলের সাফল্যে অবদান রাখেন।
গায়ানার ব্যাটিং দাপট:
১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভারে জয় তুলে নেয় গায়ানা। উইকেটরক্ষক ব্যাটার শাই হোপ দলের ইনিংসের ভিত্তি গড়ে ৪৩ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে মঈন আলীর ১৯ বলে ১৭ এবং কিমো পলের ১৩ বলে অপরাজিত ২৭ রানের ইনিংস জয়ের পথ সহজ করে দেয়।
লাহোরের হয়ে সালমান এবং আসিফ আফ্রিদি দুটি করে উইকেট নিলেও তানজিম ও গায়ানার ব্যাটিংয়ের সামনে তা যথেষ্ট ছিল না।
উল্লেখযোগ্য পারফরম্যান্স:
তানজিম সাকিবের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকটা স্মরণীয় হলো। তার নিয়ন্ত্রিত বোলিং ও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকার গায়ানার জয়ের অন্যতম কারণ। দলের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সাফল্যের মেলবন্ধনে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জয়ের ধারা বজায় রাখতে আশাবাদী।