ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কম

58 / 100 SEO Score

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ সকাল থেকে যানবাহনের চাপ কম থাকলেও সামগ্রিকভাবে চলাচল ছিল স্বাভাবিক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে আশঙ্কা থাকলেও মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে এর কোনো প্রভাব পড়েনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল, সাইনবোর্ড, মৌচাকসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিস্থিতি স্বাভাবিক দেখা যায়। রাস্তায় চলাচলরত যানবাহন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাচ্ছে, কোথাও কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

সরেজমিনে দেখা যায়, যান চলাচল স্বাভাবিক থাকলেও ব্যস্ত দিনের তুলনায় গাড়ির সংখ্যা কম। অনেকেই রাতভর আগুন–সন্ত্রাসের খবর দেখে আশঙ্কায় ছিলেন, তবে সড়কে নেমে স্বস্তি পান।

কর্মস্থলগামী আব্দুল্লাহ বলেন,
“রাতে এত খবর দেখে ভয়ে বের হয়েছিলাম। কিন্তু রাস্তায় এসে দেখি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পুরো স্বাভাবিক, শুধু গাড়ি একটু কম।”

অটোরিকশা চালক আব্দুর রহমান বলেন,
“সকাল থেকে ঠিকই যাত্রী পাচ্ছি। শুনছি লকডাউন—but কিছু দেখি নাই।”

নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী। তিনি বলেন,
“ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো বিশৃঙ্খলা হয়নি। আজ যানচাপ কিছুটা কম, তবে টহল ও নজরদারি জোরদার রয়েছে।”

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান,
“পুরো জেলাজুড়ে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন আছে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এখনো পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি শান্ত ও স্বাভাবিক।”

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )