ডিক্সভিল নচে মধ্যরাতে ভোট, ‘ড্র’ করলেন ট্রাম্প-কমলা
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নচে শহরে মধ্যরাতে ভোটগ্রহণ শুরু হয়েছে, যেখানে অল্প সময়ের মধ্যেই ভোট শেষ করে গণনা সম্পন্ন করা হয়। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শহরটিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস সমান ভোট পেয়েছেন।
ভোট গণনায় দেখা গেছে, ছয়টি ভোটের মধ্যে কমলা তিনটি ও ট্রাম্প তিনটি ভোট পেয়েছেন, যার ফলে ফলাফল ড্র হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলে সকালে ভোট শুরু হলেও, ডিক্সভিল নচ শহরের এই ঐতিহ্যগত ভোট কেন্দ্রটি সোমবার দিবাগত রাত ১২টা থেকেই ভোটগ্রহণ শুরু করে। নিউ হ্যাম্পশায়ারের নিয়ম অনুযায়ী, যেখানে জনসংখ্যা ১০০ জনের কম, সেখানে মধ্যরাত থেকেই ভোটগ্রহণ সম্ভব।
১৯৬০ সাল থেকে এই শহরের বাসিন্দারা প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে এই বিশেষ নিয়ম অনুসরণ করে আসছেন। ২০২০ সালের নির্বাচনে ডিক্সভিল নচে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জয়ী হয়েছিলেন, যেখানে সাত ভোটারের মধ্যে তিনি চারটি ভোট পেয়েছিলেন।
সূত্র: এএফপি