ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয়দের সহায়তায় ৩ ডাকাতকে ধরল পুলিশ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে পাইকপাড়া ইউনিয়নের বদরগাজি বাজারস্থ আইয়ুব আলী মেম্বার ও সাবেক জেলা পরিষদের সদস্যের অফিসের সামনে এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ এই তিন ডাকাতকে আটক করে।
আটককৃত ডাকাতরা হলেন চুনারুঘাটের মো. মিজানুর রহমান (২৫), সিলেট জেলার মো. ফয়সল আহমদ (৩০) এবং মো. ছালিক আহমদ (২৮)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চায়নিজ দা, গ্রিলকাটা সরঞ্জামসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। থানা পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় এই সফল অভিযানের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার সম্ভব হয়েছে।
TAGS WordPress