ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

গোপালগঞ্জের মুকসুদপুরে দেশীয় অস্ত্র ও পিকআপ ভ্যানসহ ছয় ডাকাতদলের সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) ফুলারপাড় বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সবুজ ফকির (২৫), রিয়াজ মোল্লা (২২), তুফান শেখ (২৪), সাকিব শেখ (২৫), সালাম ব্যাপারী (২৫), এবং শাহিন খান (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলারপাড়ে গত ১৫ দিনে গরু এবং দোকানের তালা ভেঙে একাধিক চুরির ঘটনা ঘটে। রবিবার গভীর রাতে ফুলারপাড় বাজারে একটি পিকআপ ভ্যানে অবস্থান করছিলেন ছয় যুবক। তাদের গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয়রা তাদের আটক করে। পরে মুকসুদপুর থানা পুলিশকে সংবাদ দিলে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, ফুলারপাড় বাজার থেকে ছয় যুবককে ডাকাতির প্রস্তুতিকালে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে। তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে বিকেলে তাদের গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )