
ডাকসু নির্বাচনের গঠনতন্ত্র ও আচরণবিধির খসড়া চূড়ান্ত, এখন সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রস্তুতি হিসেবে গঠনতন্ত্র সংশোধন ও আচরণবিধি প্রণয়ন কার্যক্রম সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কমিটি। বর্তমানে উভয় প্রস্তাবই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবন সূত্রে জানা গেছে, আগামী ২৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় গঠনতন্ত্র সংশোধন ও আচরণবিধি অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্র সংস্কারের জন্য গঠিত কমিটি ছাত্র সংগঠনগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছে এবং শিক্ষার্থীদের মতামত অনলাইনের মাধ্যমেও গ্রহণ করেছে। মোট ছয়টি বৈঠকের মাধ্যমে গঠনতন্ত্র সংশোধন করে তা ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে।
এছাড়া আচরণবিধি পর্যালোচনা কমিটিও সাতটি বৈঠকের মাধ্যমে আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে। এতে ছাত্র সংগঠন, সাবেক ডাকসু নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে পরামর্শ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মে মাসের প্রথম ভাগে ডাকসু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন এবং একই মাসের মাঝামাঝি সময়ে ভোটার তালিকা প্রণয়ন করা হতে পারে।