ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে গড়েয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম আপেলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গড়েয়া বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, “গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গড়েয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, মঙ্গলবার (৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

একাধিক অভিযোগে অভিযুক্ত
পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জুরুল ইসলাম আপেলের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতা এবং নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলার মতো একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার গুরুতর অভিযোগ ওঠে।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত যুবলীগের জেলা ও ইউনিয়ন পর্যায়ের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )