
ট্রফি স্পর্শ বিতর্কে আর্জেন্টিনা কোচের কাছে ‘ক্ষমা’ চাইলেন ফিফা সভাপতি
ট্রফি স্পর্শ বিতর্ক, ফিফা সভাপতি ইনফান্তিনোর ক্ষমা, আর্জেন্টিনা কোচ স্কালোনি—এই তিন বিষয়কে ঘিরে বিশ্ব ফুটবলে নতুন আলোচনার জন্ম হয়েছে। ওয়াশিংটনে শুক্রবার অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র অনুষ্ঠানে ঘটে যাওয়া বিব্রতকর ঘটনার পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ড্র অনুষ্ঠান চলাকালে ২০২২ সালের বিশ্বকাপজয়ী কোচ স্কালোনিকে বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার আগেই গ্লাভস পরতে বলা হয়। ট্রফি স্পর্শ বিতর্কের সূচনা হওয়া এই আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আর্জেন্টাইন প্রতিনিধিদলের বেশ কয়েকজন সদস্য। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
পরদিন ইনফান্তিনো ব্যক্তিগতভাবে লিওনেল স্কালোনির কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেন এবং ট্রফি স্পর্শ প্রসঙ্গে পরিষ্কার ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিত। ফিফার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। বিশ্ব চ্যাম্পিয়নরা ট্রফি স্পর্শ করতে পারে।’ পরে স্কালোনিকে মঞ্চে ডেকে এবার খালি হাতে বিশ্বকাপ ট্রফি হাতে তোলার সুযোগ করে দেন ফিফা সভাপতি।
ঘটনা নিয়ে হাস্যরসাত্মক ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়ে স্কালোনি বলেন, ‘আমাকে হয়তো কারো সঙ্গে গুলিয়ে ফেলেছিল, তাই গতকাল ট্রফি ধরতে দেয়নি।’ তার এই মন্তব্যেও ট্রফি স্পর্শ বিতর্ক আরও আলোচনায় আসে।
২০২৬ বিশ্বকাপের ড্রয়ে আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে পড়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্দানের সঙ্গে। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপাধারীদের নতুন বিশ্বকাপ যাত্রা শুরু হবে। ২০২২ কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন লিওনেল স্কালোনি, যেখানে লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জেতে লা আলবিসেলেস্তেরা।

