টেকনাফে ৬৬ জন উদ্ধার, ৫ দালাল আটক
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৬১ জন রোহিঙ্গা ও ৫ বাংলাদেশিসহ মোট ৬৬ জনকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। অভিযানে পাচারকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৪টি রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচ জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃতদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন নারী এবং ৩৭ জন শিশু রয়েছে। তাদের পাচারের জন্য আবদুল আমিন নামের এক ব্যক্তির বাড়িতে জড়ো করা হয়েছিল। অভিযানের সময় পুলিশ বাড়িটি ঘিরে ফেললে ১০-১৫ জন পাচারকারী পালানোর চেষ্টা করে, তবে ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
উদ্ধারকৃতদের স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং পাচার চক্র নির্মূলের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে টেকনাফ থানা পুলিশ।