টেকনাফে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারি আটক
টেকনাফ সীমান্তের নাফ নদের তীরে গতকাল শনিবার (৪ জানুয়ারি) বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মিয়ানমারের নাগরিককে আটক করেছেন।
টেকনাফের নাফ নদীর তীরে হ্নীলা জেলেপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবর পেয়ে নাফ নদের তীরে অভিযান চালানো হয়। মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে পাচারকারিরা ইয়াবার এই বড় চালানটি নিয়ে আসে।
দুই পাচারকারি দুইটি বস্তা নিয়ে পাচারের সময় বিজিবি তাদের ধাওয়া দেয়। এ সময় একজন পাচারকারি বস্তা ফেলে পালিয়ে গেলেও, একজন হাতে নাতে ধরা পড়ে। উদ্ধার করা বস্তা থেকে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক পাচারকারি আবদুস শুকুর (২১) মিয়ানমারের মন্ডু জেলার নাফফুরা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
CATEGORIES সারাদেশ