
টিকটক নিষেধাজ্ঞায় ৯০ দিন সময় দিতে পারেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞার ব্যাপারে ৯০ দিনের সময় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার, ২০ জানুয়ারি, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর তিনি এই ঘোষণা দিতে পারেন।
শনিবার, ১৮ জানুয়ারি, মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “টিকটককে ৯০ দিনের সময়সীমা দেওয়া ঠিক হবে। যদি আমি তা করি, তবে সোমবার তা ঘোষণা করার সম্ভাবনা বেশি।” তিনি আরও বলেন, “৯০ দিনের মেয়াদ বৃদ্ধির বিষয়টি সম্ভবত করা হবে, কারণ এটি যথাযথ। এটি একটি খুব বড় পরিস্থিতি, এবং আমাদের এটি সাবধানতার সাথে দেখতে হবে।”
ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে অ্যাপটি কাজ করা বন্ধ করে দেয়, এবং মার্কিন ইউজাররা অ্যাপে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। টিকটকে ঢোকার চেষ্টা করলে একটি বার্তা দেখানো হচ্ছে, “দুঃখিত, এ মুহূর্তে টিকটকের সেবাগুলো চালু নেই। যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করে একটি আইন চালু করা হয়েছে।”
টিকটক একটি বিবৃতিতে বলেছে, “আমরা সৌভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি ক্ষমতা গ্রহণের পরে টিকটক পুনরায় চালুর বিষয়ে আমাদের সাথে কাজ করবেন।” শুক্রবার টিকটকের এক বিবৃতিতে জানানো হয়, “আগেই জানানো হয়েছিল, জো বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত না বদলালে রবিবার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।”
যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। তবে চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে, এই আশঙ্কায় মার্কিন প্রশাসন টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।