
টাকার জন্য নয়, ভালো লাগা থেকে অভিনয় করি : হিমি
ছোট পর্দার প্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি নিজের অভিনয় জীবন নিয়ে বলেছেন, তিনি টাকার জন্য নয়, ভালো লাগা থেকে অভিনয় করেন। নাচ, গান, আবৃত্তি থেকে শুরু করে মডেলিং, তারপর অভিনয়ে আসেন হিমি। মেধা ও সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তিনি নাটকের অন্যতম ব্যস্ত অভিনেত্রী।
হিমি জানান, ভালোবাসা দিবস উপলক্ষে আলাদা কোনো নাটক না করলেও তিনি বেশ কিছু নাটক করেছেন, যা এ সময় প্রচারিত হবে। মোশাররফ করিমের সঙ্গে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে হিমি বলেন, মোশাররফ করিমের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন।
ব্যক্তিগত জীবনে চুপচাপ ও ঘরোয়া প্রকৃতির হলেও পর্দায় ঝগড়াটে চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন। নিলয় আলমগীরের সঙ্গে পর্দায় তার জুটি সফল হলেও তিনি জানান, কাজের পছন্দ-অপছন্দের স্বাধীনতা রয়েছে তার।
অভিনয়কে ভালোবাসা থেকে করা এবং এতে পেশাদারিত্ব আনার কথা বলেন হিমি। তিনি জানান, তার কাজের প্রতি কোনো নির্মাতা বা প্রযোজকের চাপ নেই, এবং নিজের ইচ্ছামতো কাজ করেন।