টঙ্গীতে ২৪ ঘণ্টায় ৮ ছিনতাইকারীসহ ১৩ জন গ্রেপ্তার

টঙ্গীতে ২৪ ঘণ্টায় ৮ ছিনতাইকারীসহ ১৩ জন গ্রেপ্তার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা পুলিশ বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮ জন ছিনতাইকারীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) টঙ্গী পূর্ব থানার পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের তথ্যমতে, অভিযানে ৮ জন ছিনতাইকারী, ৪ জন নিয়মিত মামলার আসামি এবং ১ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ৩টি সুইচ গিয়ার, ১টি চাকু এবং ২টি ছুরি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা বিভিন্ন জেলা থেকে এসে টঙ্গীর বিভিন্ন স্থানে ভাড়ায় বসবাস করত এবং সেখানে অপরাধমূলক কার্যক্রম চালাতো বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশীদ জানান, আটককৃতদের আদালতে পাঠানো হচ্ছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )