
টঙ্গীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় যুবকের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মিন্টু (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে হোসেন মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিন্টু কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ছয়গড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি এবং টঙ্গীতে থেকেই কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মিন্টু সকালবেলা মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আলম জানান, “ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”