সুষ্ঠু নির্বাচন হবে, বললেন সিইসি নাসির

সুষ্ঠু নির্বাচন হবে, বললেন সিইসি নাসির

53 / 100 SEO Score

রাজধানীর নির্বাচন ভবনে আপিল জমা দেওয়ার বুথ পরিদর্শনে গিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার।
সুষ্ঠু নির্বাচন, সিইসি নাসির, আপিল বুথ, মনোনয়ন বাতিল—প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “পরিবেশ ভালো আছে। আমরা বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব।”

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে আপিল জমা দেওয়ার বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল জমা দেওয়ার জন্য সেখানে ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত রোববার ছিল মনোনয়ন বাছাইয়ের শেষ দিন। বাছাই শেষে ৩০০ আসনের মধ্যে ৭২৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল কার্যক্রম চলবে।

আপিল করতে যে ৭ নির্দেশনা মানতে হবে

১) আপিল আবেদন কমিশনকে সম্বোধন করে স্মারকলিপি আকারে (নির্ধারিত ফরমেটে) দায়ের করতে হবে।
২) মনোনয়নপত্র গ্রহণ/বাতিলের তারিখ, আপিলের কারণ সংবলিত বিবৃতি এবং আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
৩) ১টি মূল কপিসহ মোট ৭টি কপি জমা দিতে হবে।
৪) নিজ অঞ্চলের নির্ধারিত বুথে আপিল জমা দিতে হবে।
৫) ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি—এই সময়ের মধ্যে আপিল দায়ের করতে হবে।
৬) আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত/রায়ের কপি পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে (ফরম বুথ থেকে সংগ্রহ করা যাবে)।
৭) আপিলকারী বা আপিলকারীর মনোনীত ব্যক্তি রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

কোন জেলার আপিল কোন বুথে

১) খুলনা অঞ্চল: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা।
২) রাজশাহী অঞ্চল: জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা।
৩) রংপুর অঞ্চল: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা।
৪) চট্টগ্রাম অঞ্চল: চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান।
৫) কুমিল্লা অঞ্চল: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর।
৬) সিলেট অঞ্চল: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ।
৭) ঢাকা অঞ্চল: টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ।
৮) ময়মনসিংহ অঞ্চল: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা।
৯) বরিশাল অঞ্চল: বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর।
১০) ফরিদপুর অঞ্চল: রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর।

আরও পড়ুন: জাতীয় খবর

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )