বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও চার কমিশনারের সাক্ষাৎ আজ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও চার কমিশনারের সাক্ষাৎ আজ

52 / 100 SEO Score

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল, রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ, বঙ্গভবনে নির্বাচন কমিশনের এই ব্যস্ত তৎপরতা—সব মিলিয়ে নির্বাচন ঘিরে এখন চূড়ান্ত প্রস্তুতির সময় চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সার্বিক প্রস্তুতির চিত্র জানাতে আজ বুধবার (১০ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটার অংশগ্রহণ এবং পোস্টাল ভোটসহ বিভিন্ন প্রযুক্তিভিত্তিক উদ্যোগ নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করবেন সিইসি।

গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আজ বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আজ সন্ধ্যায় কিংবা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হতে পারে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন আচরণবিধি কার্যকর হবে বলে ইঙ্গিত দেন তিনি।

তিনি আরো জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সহযোগিতা চাওয়া হবে। বিশেষ করে প্রার্থীদের আচরণবিধি মানা, নির্বাচনী সহিংসতা রোধ এবং ভোটারদের অবাধ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রপতির কাছে কমিশনের পরিকল্পনা তুলে ধরা হবে।

রেওয়াজ অনুযায়ী, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি জানানোই নির্বাচন কমিশনের প্রচলিত প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় আজ বঙ্গভবনে যাবে নাসির উদ্দিন নেতৃত্বাধীন বর্তমান কমিশন।

এর আগে নির্বাচন সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে ইসি। একই সঙ্গে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র নিশ্চিত করতে নির্বাচন সংক্রান্ত কয়েকটি বিধান হালনাগাদ করে ইতোমধ্যে আরপিও (প্রতিনিধিত্ব আদেশ) সংশোধন করে গেজেটও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সব মিলিয়ে, বঙ্গভবনে আজকের এ সাক্ষাৎ ও সম্ভাব্য তফসিল ঘোষণাকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন আনুষ্ঠানিক আয়োজনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )