জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়ে ১৭ ছাত্রী হাসপাতালে!

জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়ে ১৭ ছাত্রী হাসপাতালে!

লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধে এইচপিভি টিকা দেওয়ার পর ১৭ জন মাদ্রাসাছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় টিকা দেওয়ার পর পরই এই অসুস্থতার ঘটনা ঘটে।

চিকিৎসকরা জানিয়েছেন, টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে নয়, বরং টিকা নেওয়ার পর ভয় থেকেই ছাত্রীদের অসুস্থতার লক্ষণগুলো দেখা দিয়েছে। তবে শিক্ষার্থীদের সহপাঠীদের দাবি, কয়েকজন ছাত্রী শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল এবং কেউ কেউ প্রচণ্ড ব্যথা অনুভব করছিল। তাদের পরিবার ও সহপাঠীরা অভিযোগ করেন, টিকা দেওয়ার আগে ছাত্রীরা সকালে খাবার খেয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।

অসুস্থ ছাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন মিথিলা (১৩), আখি আক্তার (১২), আফিফা (১২), প্রীতি (১২), মাইশা (১৩), তামান্না (১৪) প্রমুখ। টিকা দেওয়ার কিছুক্ষণ পরই তাদের মাথা ঘোরা, বমিভাব, এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে, যেখানে কিছু শিক্ষার্থীর অক্সিজেন সাপোর্টও প্রয়োজন হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. কমলাশীষ রায় বলেন, “ছাত্রীরা ভয়ের কারণে এই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে। টিকার কোনো নেতিবাচক প্রভাব এর পেছনে নেই।” তাছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক চিকিৎসক গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা আসলে ভয়ে অসুস্থ হয়েছে এবং এর বেশি কিছু নয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সরকারের উদ্যোগে এইচপিভি টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে, যার মাধ্যমে জেলার প্রায় ১ লাখ ১২ হাজার কিশোরী এই টিকা পাচ্ছে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )