জয়সুরিয়ার প্রথম অ্যাসাইনমেন্টে শ্রীলঙ্কা দলে বড় পরিবর্তন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলে বড় পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ভানুকা রাজাপক্ষে ও জেফ্রি ভ্যান্ডারসের ফেরত আসা এবং সাবেক অধিনায়ক দাসুন শানাকার বাদ পড়া।
গতকাল (৯ অক্টোবর) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে দলটি ঘোষণা করা হয়। ৩২ বছর বয়সী রাজাপক্ষে সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে এবং ৩৪ বছর বয়সী ভ্যান্ডারসে ২০২২ সালের ফেব্রুয়ারিতে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন। তাদের প্রত্যাবর্তন নতুন অধিনায়ক চারিথ আসালাঙ্কার অধীনে অনুষ্ঠিতব্য সিরিজে দলের শক্তি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
তবে দলের সাবেক অধিনায়ক দাসুন শানাকা, দিলশান মাদুশাঙ্কা ও দুস্মন্ত চামিরাকে বাদ দেওয়া হয়েছে। নতুন স্থায়ী প্রধান কোচ সনৎ জয়সুরিয়ার জন্য এটি হবে প্রথম দায়িত্বপূর্ণ সিরিজ। এর আগে তিনি অন্তর্বর্তী কোচের ভূমিকা পালন করেছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে ১৩, ১৫, ও ১৭ অক্টোবর রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, জেফ্রি ভ্যান্ডারসে, চামিন্দা বিক্রমাসিংহে, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।