জয়পুরহাটে ছাত্র হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদরাসা ছাত্র হাসান হত্যাকাণ্ডে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পাঁচবিবি উপজেলার রশিদপুর আখিয়াপুকুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে শামীম, আব্দুল খালেকের ছেলে একরামুল হক, এবং বিনধারা গ্রামের ফারুক চৌধুরীর ছেলে মাখন চৌধুরী।
মামলার বিবরণ অনুযায়ী, নিহত হাসান বগুড়ার একটি মাদরাসায় পড়ালেখা করতেন। একটি মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে আসামিদের সঙ্গে তার পূর্ব শত্রুতা ছিল। ২০১১ সালের ৯ নভেম্বর, ঈদের ছুটিতে বাড়ি ফেরার পর আসামিরা হাসানকে শ্বাসরোধে হত্যা করে এবং আত্মহত্যার প্রচারণা চালানোর জন্য লাশ ঝুলিয়ে রাখে। পরের দিন সকালে পুলিশ হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
২০১২ সালের ৮ জানুয়ারি নিহতের বোন মুনিরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আজ আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।