জয়দেবপুর-ঢাকা রুটে চালু হলো বিআরটি সার্ভিস
গাজীপুরের শিববাড়ি থেকে ঢাকার বিমানবন্দর পর্যন্ত বিআরটি লেনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় এসি বাস চালু হয়েছে। পাশাপাশি গাজীপুর-ঢাকা রুটে দুই জোড়া কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৫ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই সেবাগুলোর উদ্বোধন করেন।
সকাল সাড়ে ৬টায় জয়দেবপুর রেল জংশনে আয়োজিত এক অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন। পরে সকাল সাড়ে ৮টায় শিববাড়ি বিআরটি স্টেশনে বিআরটিসি এসি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
প্রাথমিকভাবে বিআরটি লেনে ১০টি বিআরটিসি এসি বাস চলাচল করবে। শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ১৪০ টাকা। পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
উপদেষ্টা জানান, বিআরটি প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ না হলেও মানুষের সুবিধার জন্য পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয়েছে। ভবিষ্যতে এই লেনে ইলেকট্রিক বাস চালানোর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
কমিউটার ট্রেন সার্ভিস প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর থেকে ঢাকায় কর্মস্থলে যাতায়াতকারী মানুষের সুবিধার জন্য এই দুই জোড়া ট্রেন চালু করা হয়েছে। এতে যাত্রীরা সহজে এবং কম খরচে ভ্রমণ করতে পারবেন। আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-নরসিংদী এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হবে।
কমিউটার ট্রেনগুলোর সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে জয়দেবপুর এবং জয়দেবপুর থেকে ঢাকায় ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত ট্রেন চলাচল করবে।
আয়োজনে উপস্থিত ছিলেন বিআরটিএর মহাপরিচালক ড. মো. মনিরুজ্জামান, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইব্রাহিম খানসহ অন্যান্য কর্মকর্তারা।
এই উদ্যোগে সাধারণ যাত্রীরা দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী ভ্রমণের সুযোগ পাবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।