জমজম ক্যাম্পে হামলা, দারফুর থেকে পালিয়েছে ৪ লাখ মানুষ

জমজম ক্যাম্পে হামলা, দারফুর থেকে পালিয়েছে ৪ লাখ মানুষ

সুদানের দারফুর অঞ্চলে লড়াই আরও ভয়াবহ রূপ নিচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দারফুরের জমজম শরণার্থী শিবিরে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর হামলার পর অন্তত চার লাখ মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

সুদানে চলমান গৃহযুদ্ধের প্রেক্ষিতে এই ক্যাম্পেই সবচেয়ে বেশি গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছিল। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, তিন দিনেই এই এলাকায় অন্তত ৩০০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জন মানবাধিকার কর্মীও রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দারফুরের নিয়ন্ত্রণ নেওয়ার পর আরএসএফ ক্যাম্পে আক্রমণ চালায়। এতে শতাধিক মানুষ প্রাণ হারান এবং অনেকেই আহত হন। প্রাণ বাঁচাতে শরণার্থীরা আশ্রয়হীন হয়ে পড়ে।

এদিকে, মঙ্গলবার লন্ডনে সুদানের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বসছে জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়নসহ একাধিক দেশ। সম্মেলনের আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক সুদানে মানবিক সহায়তায় ১২৫ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, চলমান সহিংসতায় সুদানে এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে ৮০ লাখ মানুষ দেশেই অন্যত্র আশ্রয় নিয়েছেন এবং বাকিরা পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে গেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী (এসএএফ) এবং আধাসামরিক বাহিনী (আরএসএফ) মুখোমুখি অবস্থানে রয়েছে। সেনাবাহিনী রাজধানী খারতুম নিয়ন্ত্রণে রাখলেও আরএসএফ দক্ষিণাঞ্চলের শহরগুলোতে দখল প্রতিষ্ঠা করছে। এর ফলে দেশজুড়ে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। খাদ্য ও ওষুধের অভাবে জীবন বিপন্ন হয়ে উঠেছে লক্ষাধিক মানুষের।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )