জনতার হাতে ধরা পড়ল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচার

জনতার হাতে ধরা পড়ল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩২ বস্তা চাল পাচারের সময় আটক করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) গভীর রাতে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রোড এলাকা থেকে স্থানীয় জনতা পাচারের উদ্দেশ্যে চাল বোঝাই নসিমন গাড়িটি আটক করে। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করে।

নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ জানান, তালমা বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির জন্য বরাদ্দকৃত চাল নসিমন গাড়িতে করে পাচারের চেষ্টা চলছিল। মহিলা রোড বাজার এলাকায় সন্দেহজনকভাবে গাড়িটি চলতে দেখে স্থানীয়রা সেটি আটক করেন। খবর পেয়ে প্রশাসন চালগুলো জব্দ করে নিয়ে আসে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার। এছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ডিলার রাফেজা বেগমের বরাদ্দ করা চাল পাচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )