
ছাত্রদল সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিবাদ জানালো ঢাবি শাখা শিবির
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের এক বক্তব্যকে ‘ভুল, অপব্যাখ্যা ও মিথ্যা’ বলে দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় ঢাবি শিবিরের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন খানের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, নাছির উদ্দীন নাছির তার এক কর্মসূচিতে দাবি করেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ একজন ধর্ষক বা নারী নিপীড়নকারীকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছিলেন। শিবিরের পক্ষ থেকে এ বক্তব্যকে সম্পূর্ণ ‘উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার’ বলে অভিহিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে ছাত্রশিবির শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা অর্জন করছে, যা কিছু মহল সহ্য করতে না পেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
শাহবাগ থানার ঘটনা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ওই সময় শাহবাগ থানার পুলিশ প্রশাসনের আহ্বানে পরিস্থিতি শান্ত করতে ছাত্রশিবির সভাপতি থানায় যান। সেখানে তিনি কোনও আসামিকে ছাড়িয়ে নেওয়ার তদবির করেননি বরং উপস্থিত উত্তেজিত জনতাকে আইনগত প্রক্রিয়া মেনে চলার বিষয়ে বোঝাতে সক্ষম হন।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, “সেদিন রাতে এক আসামিকে ছাড়াতে তৌহিদি জনতার একটি গ্রুপ থানার সামনে অবস্থান নেয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আলোচনা করতে আমি ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহিসহ কয়েকজনকে ফোন দেই। এস এম ফরহাদ কাউকে ছাড়ানোর জন্য তদবির করেননি, বরং উত্তেজিত জনতাকে শান্ত করতে সহায়তা করেছেন।”
তিনি আরও জানান, “আমরা আসামিকে কোনোভাবেই ছেড়ে দেইনি, বরং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কোর্টে চালান করেছি।”
ছাত্রশিবিরের পক্ষ থেকে ছাত্রদল সাধারণ সম্পাদকের বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।