চুলের যত্নে অ্যালোভেরা

গরমের তীব্রতায় চুল হয়ে পড়ছে নিষ্প্রাণ, বাড়ছে চুল পড়ার সমস্যা। এই সময় চুলের জন্য বিশেষ যত্নের প্রয়োজন। তবে বিশেষ যত্ন মানেই পার্লারে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া নয়, বরং ঘরোয়া উপাদান দিয়ে সহজেই চুলের যত্ন নেওয়া যায়। এর মধ্যে সবচেয়ে কার্যকর উপাদান হলো অ্যালোভেরা।

অ্যালোভেরার যত্ন নিতে বারান্দায় খুব সহজেই এই গাছ রাখা যায়, এবং প্রয়োজনে ব্যবহার করতে পারবেন চুলের জন্য।

চলুন, জেনে নিই কিভাবে অ্যালোভেরা দিয়ে চুলের জন্য হেয়ার প্যাক বানানো যায়:

১. শুষ্ক চুলের যত্নে: অ্যালোভেরার সঙ্গে মধু ও নারকেল তেল মিশিয়ে গোসলের এক ঘণ্টা আগে চুলে লাগান। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলের শুষ্কতা দূর হবে সহজেই।

২. উজ্জ্বলতার জন্য: অ্যালোভেরার সঙ্গে টক দই মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। ১০-১৫ মিনিট চুলে লাগিয়ে রেখে শ্যাম্পু করুন। এতে চুলের উজ্জ্বলতা ফিরে আসবে।

৩. চুল পড়া রোধে: অ্যালোভেরার সঙ্গে ডিমের কুসুম ও অলিভ অয়েল মিশিয়ে আধ ঘণ্টার জন্য চুলে লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে নিন। এটি চুল পড়া রোধ করার পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সহায়ক।

এই ঘরোয়া পদ্ধতিগুলো নিয়মিত ব্যবহার করলে চুলের বিভিন্ন সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )