চুক্তি ছাড়া মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ নারী কর্মীদের

চুক্তি ছাড়া মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ নারী কর্মীদের

মালয়েশিয়ায় চাকরির উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি নারীরা প্রতারণার শিকার হচ্ছেন বলে জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন সতর্কতা জারি করে জানায়, মালয়েশিয়ার সঙ্গে এ সংক্রান্ত কোনো চুক্তি না থাকায় সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের দেশটিতে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় নারী কর্মী পাঠানোর বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই। এই সুযোগে একাধিক প্রতারক চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারী কর্মীদের ট্যুরিস্ট বা অন্যান্য ভিসায় মালয়েশিয়ায় নিয়ে গিয়ে প্রতারণা করছে।

এ ধরনের প্রতারণার ফলে বাংলাদেশি নারী কর্মীরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে হাইকমিশন। পাশাপাশি, মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতা স্বাক্ষর না হওয়া পর্যন্ত নারী কর্মীদের মালয়েশিয়ায় সাধারণ কর্মী হিসেবে না যাওয়ার আহ্বান জানিয়েছে হাইকমিশন।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )