চা খেতে বেরিয়েছিল কামাল, মাটির নিচে গলাকাটা লাশ মিলল ৫ দিন পর

চা খেতে বেরিয়েছিল কামাল, মাটির নিচে গলাকাটা লাশ মিলল ৫ দিন পর

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর নিজ বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় মো. কামাল মৃধা (৪২) নামে এক অ্যাম্বুলেন্সচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) রাতে রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের একটি পেঁয়াজের জমিতে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। গত ৩০ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত কামাল মৃধা ভোজেরডাঙ্গী গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে। পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, ৩০ ডিসেম্বর বিকেলে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে কামাল বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকেলে স্থানীয় কৃষকরা ভোজেরডাঙ্গী মাঠে একটি মেঠোপথে রক্তের দাগ দেখে পাশের পেঁয়াজের জমিতে সন্দেহজনকভাবে খোঁড়া মাটি দেখতে পান।

মাটি সরিয়ে তারা একটি হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। রবিবার (৫ জানুয়ারি) সকালে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান সাকিল জানান, লাশের গলাকাটা ছিল। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )