চাঁদপুরে পুলিশের মোটরসাইকেল পেট্রোলিং শুরু: অভিযানে আটক ১৭
চাঁদপুরে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদার করতে আবারও সক্রিয় হয়েছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে জেলার আটটি থানা এবং বিভিন্ন ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের অংশগ্রহণে বিশেষ মোটরসাইকেল পেট্রোলিং কার্যক্রম শুরু হয়েছে। দিন-রাত যেকোনো সময় শহর ও গ্রামীণ এলাকায় অপরাধ দমনে পুলিশ সদস্যদের মোটরসাইকেলে টহল দিতে দেখা যাচ্ছে।
প্রথম অভিযানে ১৭ জন আটক
অভিযানের প্রথম রাতেই জেলার হাজীগঞ্জে ৯ এবং চাঁদপুর সদর এলাকায় ৮ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
অপরাধ দমনে নতুন উদ্যোগ
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানিয়েছেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এ কার্যক্রম চালু হয়েছে। কিশোর গ্যাং, মাদক ব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে প্রতিটি থানা এলাকায় মোটরসাইকেল পেট্রোলিং চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, “এই উদ্যোগের মাধ্যমে পুলিশের সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি পাবে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি অপরাধ প্রতিরোধে সহায়তা করবে।”
জনমনে স্বস্তি
পুলিশের এমন উদ্যোগে চাঁদপুরের সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। গতকাল রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পুলিশ সদস্যরা একাধিক মোটরসাইকেলে করে টহল দিচ্ছেন। এর ফলে মানুষজন রাতে নিরাপদে চলাফেরা করতে পারছেন।
কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম মাথাচাড়া দেওয়ার প্রেক্ষিতে এ ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের আস্থা ফেরাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। পুলিশের ধারাবাহিক এ কার্যক্রম চালু থাকলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।