চলচ্চিত্রে সুদিন ফেরাতে সায়মন তারিক ও টিমের ১০ সিনেমার উদ্যোগ

চলচ্চিত্রে সুদিন ফেরাতে সায়মন তারিক ও টিমের ১০ সিনেমার উদ্যোগ

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সুদিন ফিরিয়ে আনতে বড় উদ্যোগ নিয়েছেন পরিচালক সায়মন তারিক ও তার টিম। তাদের পরিকল্পনায় রয়েছে ১০টি নতুন সিনেমা নির্মাণ। এর মধ্যে দুটি সিনেমা— ‘জল শ্যাওলা’ ও ‘চৈত্র দুপুর’—এর শুটিং শেষ হয়েছে, যেগুলো পরিচালনা করেছেন জেসমিন আক্তার নদী। এছাড়া রবিউল ইসলাম রবির পরিচালিত ‘রহস্য’ ইতিমধ্যেই সেন্সরে জমা পড়েছে।

আগামী সপ্তাহে রাশেদ শামীম শ্যামের ‘ধোঁকা’ সিনেমার শুটিং শুরু হবে। ফরহাদ আহমেদ বিশালের ‘মিস রিপোর্টার’ সিনেমার শুটিং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং রাসেল আহমদের ‘চুরুশি লাখের বাজার’ জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে। সায়মন তারিক নিজেই পরিচালনা করছেন ‘চরিত্রহীন’, আর কে এ নিলয়ের ‘বউ’ সিনেমার শুটিং শুরু হবে ১ ডিসেম্বর।

প্রত্যেক ছবির বাজেট ধরা হয়েছে ৭০ লাখ টাকা।
এই ছবিগুলোর প্রধান অভিনেতা-অভিনেত্রী হিসেবে থাকছেন ডি এ তায়েব, ববি হক, শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক, মাহিয়া মাহি, ও সাইমন সাদিকসহ আরো অনেকে।

সায়মন তারিক বলেন,

“আমি ১৯৮৭ সাল থেকে চলচ্চিত্রের সঙ্গে জড়িত। দীর্ঘ ক্যারিয়ারে এমন খরার সময় দেখিনি। এই অঙ্গনের মানুষকে ভালোবাসি বলেই এত বড় ঝুঁকি নিয়েছি। আশা করছি, সিনেমাগুলো নির্মাণ হলে বেকার শিল্পীরা কাজ পাবেন এবং বন্ধ হলগুলো পুনরায় সচল হবে।”

তিনি আরও জানান, আগামী বছরের জানুয়ারি থেকে প্রতি মাসে একটি করে সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চলচ্চিত্র অঙ্গনের এই উদ্যোগ শুধু বেকার শিল্পীদের কর্মসংস্থানই করবে না, বরং দেশের সিনেমা হলে প্রাণ ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )