চকরিয়ায় খালে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় খালের পানিতে ডুবে তছলিমা জান্নাত (১৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের বালুচর দক্ষিণ ষোলহিচ্ছা এলাকার বগাছড়ি ছড়াখালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
তছলিমা জান্নাত স্থানীয় গিয়াস উদ্দিনের কন্যা এবং ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্রী।
স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. খালেদ চৌধুরী জানান, তছলিমা বাড়ির কাছে বগাছড়ি ছড়াখালে গোসল করতে গিয়েছিল। পানিতে ডুব দেওয়ার পর সে আর উঠেনি। সাথে থাকা অন্যান্যরা খোঁজাখুঁজি শুরু করে এবং কিছুক্ষণ পর তার নিথর দেহ পানিতে ভেসে ওঠে।
পরিবার ও এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
CATEGORIES সারাদেশ