গোল্ডেন গ্লোবের মঞ্চে পায়েল কাবাডিয়ার প্রশংসিত সিনেমা

গোল্ডেন গ্লোবের মঞ্চে পায়েল কাবাডিয়ার প্রশংসিত সিনেমা

৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছে ভারতীয় পরিচালক পায়েল কাবাডিয়ার প্রশংসিত সিনেমা অল উই ইমাজিন অ্যাজ লাইট। এটি নন-ইংরেজি ভাষার সেরা মোশন পিকচারের পাশাপাশি পায়েল কাবাডিয়া সেরা পরিচালক বিভাগেও মনোনয়ন পেয়েছেন। এই প্রথম কোনো ভারতীয় পরিচালক গোল্ডেন গ্লোবের সেরা পরিচালক বিভাগে মনোনীত হলেন।

পায়েল কাবাডিয়ার সিনেমাটি এর আগে কান চলচ্চিত্র উৎসবের গ্রাঁ প্রিঁসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড এবং গোথাম অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে এই সিনেমা।

সিনেমাটি তিন নারীর গল্প তুলে ধরেছে, যারা মুম্বাই শহরের ব্যস্ততা ও কোলাহলে প্রেম, আকাঙ্ক্ষা, এবং একাকিত্বের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়।

৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় সর্বাধিক ১০টি বিভাগে জায়গা পেয়েছে ফরাসি পরিচালক জ্যাক অডিয়ারের এমিলিয়া পেরেস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ২০২৫ সালের ৫ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কমেডিয়ান নিকি গ্লেজার।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )