গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করবে ইসরায়েল

গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করবে ইসরায়েল

অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে এক কোটি ১০ লাখ ডলারের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সিরিয়ার সীমান্তে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রকল্প অনুমোদন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “গোলান মালভূমি এলাকাকে শক্তিশালী করা মানে ইসরায়েলকে শক্তিশালী করা। বর্তমান পরিস্থিতিতে এটি অত্যন্ত জরুরি।”

নেতানিয়াহু বলেন, “গোলান মালভূমি ইসরায়েলের অধীনেই থাকবে। সেখানে জনসংখ্যা বৃদ্ধি করে তা আরো সমৃদ্ধ করা হবে।” বর্তমানে গোলান মালভূমিতে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করেন, যার মধ্যে অর্ধেকই ইসরায়েলের ইহুদি।
সিরিয়ার সংকট এবং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা

বাশার আল আসাদের শাসন অবসানের পর ইসরায়েল সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়েন বাড়িয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, সিরিয়ার বিদ্রোহী নেতারা নমনীয় অবস্থান নিলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি। বরং সেখানে চলমান পরিস্থিতি নতুন বিপদ ডেকে আনতে পারে।

১৯৬৭ সালে গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। ১৯৮১ সালে এটি নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করলেও আন্তর্জাতিক আইনে এখনো এটি সিরিয়ার অংশ হিসেবে বিবেচিত হয়।
সাম্প্রতিক পরিস্থিতি

রবিবার সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করে। এরপর ইসরায়েলের সেনাবাহিনী সিরিয়ার ছেড়ে যাওয়া ঘাঁটি দখল করে। ইসরায়েল জানিয়েছে, এ ব্যবস্থা সাময়িক এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এটি করা হয়েছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )