
গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র নজরুল মণ্ডল কারাগারে
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মণ্ডলকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি পৃথক মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রাজবাড়ী ১ নম্বর আমলি আদালত এ আদেশ দেন।
আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নজরুল মণ্ডল। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মো. শরিফুল ইসলাম একটি মামলা দায়ের করেন। এতে নজরুল মণ্ডলসহ ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। এ মামলায় নজরুল মণ্ডল ২ নম্বর এজাহারভুক্ত আসামি।
অন্যদিকে, বৈষম্যবিরোধী শিক্ষার্থী শাহীন ফকির গত ৫ আগস্ট রাজবাড়ী সদর থানায় আরেকটি মামলা করেন। সেখানে ৮৭ জনকে আসামি করা হয় এবং নজরুল মণ্ডল ছিলেন ৪ নম্বর আসামি।
উভয় মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।