গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, আহত একজন

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, আহত একজন

গোপালগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম রনি শেখ (১৪)। এ ঘটনায় তার চাচাতো ভাই জিমি শেখ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মাঝিগাতী-ডালনিয়া সড়কের বাঘাজুড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি শেখ ওই এলাকার ওলি শেখের ছেলে ও মাঝিগাতী হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল বেলায় রনি শেখ চাচাতো ভাই জিমিকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। বাঘাজুড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. মুমতাহিনা মৌরী রনি শেখকে মৃত ঘোষণা করেন। আহত জিমি শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )