গুমবিষয়ক অভিযোগ দেওয়ার সময় বেড়েছে

গুমবিষয়ক তদন্ত কমিশনে অভিযোগ দাখিলের সময়সীমা আরও ১৪ দিন বৃদ্ধি করা হয়েছে। এখন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কমিশনে অভিযোগ দাখিল করা যাবে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এর আগে ১৭ অক্টোবর পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ছিল।

এই নিয়ে তৃতীয়বারের মতো সময় বাড়ানো হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যে কোনো জোরপূর্বক গুমের ঘটনায় ভিকটিম, তার পরিবার বা প্রত্যক্ষদর্শীরা কমিশনের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে অথবা ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে অভিযোগ করতে পারবেন।

অভিযোগ দাখিলের ঠিকানা: গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, ৯৬, গুলশান এভিনিউ, ঢাকা-১২১২। ই-মেইল: [email protected]

গত ২৭ আগস্ট অন্তর্বর্তী সরকার এই কমিশন গঠন করে। কমিশন ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ঘটে যাওয়া জোরপূর্বক গুমের ঘটনা তদন্ত করে তিন মাসের মধ্যে সরকারকে প্রতিবেদন দাখিল করবে।

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )