গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র করছে ব্যাংক লুটেরারা

গার্মেন্টস মালিকরা এলসির (লেটার অব ক্রেডিট) মাধ্যমে নেওয়া ঋণের অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে শ্রমিক-কর্মচারী ঐক্য সংসদ আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

মাহবুবুর রহমান বলেন, “টাকা পাচারের পর গার্মেন্টস মালিকদের এই শিল্পের প্রতি আর কোনো মমতা নেই। অনেক মালিক অস্ট্রেলিয়া, লন্ডন, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে রেস্তোরাঁ ও নানা ধরনের ব্যবসা খুলেছেন। আমাদের কাছে এমন মালিকদের তালিকা রয়েছে, যা সাংবাদিকরাও প্রকাশ করেছেন। শ্রমিকরা কঠোর পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা দেশে আনছেন, অথচ মালিকরা সেই অর্থ বিদেশে পাচার করছেন।”

তিনি আরও বলেন, “পাচারকারী ও রাজনৈতিক শক্তি এক হলে তাঁদের বিচার করা কঠিন হয়ে পড়ে। বর্তমানে একদল ব্যাংক লুটেরা এক হয়ে গার্মেন্টস শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই লুটেরারা অতীতে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে এবং এখন তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যাতে সরকার টিকে না থাকে। কারণ সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, ব্যাংক লুটেরাদের আইনের আওতায় আনা হবে। এ জন্য তারা গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।”

সমাবেশে আরও জানানো হয়, দেশের শ্রমিকদের অধিকার ও গার্মেন্টস শিল্পের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )