
গাজীপুরে এক রাতে তিনটি বাসে অগ্নিসংযোগ
গাজীপুরে এক রাতে তিন স্থানে দুর্বৃত্তরা তিনটি বাসে আগুন দিয়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে মহানগরীর ভোগড়া, চক্রবর্তী ও শ্রীপুর এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে পার্ক করা একটি বাসে মধ্যরাতে আগুন দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
একই সময়ে, শ্রীপুর উপজেলার বেরাইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, “মঙ্গলবার গভীর রাতে ভোগড়া ও শ্রীপুরে দুটি বাসে অগ্নিসংযোগের খবর পাই। দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”
এ ছাড়া রাত সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় নবীনগর–চন্দ্রা সড়কের পাশে জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, “ঘটনার সময় এক মিস্ত্রি বাসের নিচে কাজ করছিলেন। তখন মোটরসাইকেলে আসা দুই যুবক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নেভায়।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
সূত্র: স্থানীয় প্রতিনিধি, গাজীপুর

