
গাজায় ৩৬টি ইসরায়েলি হামলায় নিহত সবাই নারী ও শিশু : জাতিসংঘ
গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো ৩৬টি সাম্প্রতিক হামলার বিশ্লেষণে দেখা গেছে, এসব হামলায় কেবল নারী ও শিশুরাই প্রাণ হারিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ তথ্য জানায়।
জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, “গাজাজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এখন আর কোথাও নিরাপদ আশ্রয় নেই।” তিনি জানান, গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত গাজার আবাসিক এলাকা ও বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েল ২২৪টি হামলা চালিয়েছে। এর মধ্যে ৩৬টি হামলায় শুধুই নারী ও শিশু নিহত হয়েছেন।
জাতিসংঘ জানায়, ৬ এপ্রিল দেইর আল বালাহর একটি আবাসিক ভবনে চালানো হামলায় এক শিশু, চার নারী ও চার বছরের এক ছেলে নিহত হয়। এমনকি যেসব এলাকায় ফিলিস্তিনিদের সরতে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানেও হামলা চালানো হচ্ছে বলে দাবি করে জাতিসংঘ।
শামদাসানি বলেন, “খান ইউনিসের আল-মাওয়াসি ও রাফাহ অঞ্চলেও বাস্তুচ্যুতদের তাঁবুতে একের পর এক হামলার ঘটনা ঘটছে। আমরা এগুলোকে ‘সরে যাওয়ার নির্দেশ’ না বলে ‘উচ্ছেদের আদেশ’ বলেই বিবেচনা করছি।”
তিনি আরও বলেন, “অধিকৃত অঞ্চলের নাগরিকদের জোরপূর্বক সরানো আন্তর্জাতিক আইন ও চতুর্থ জেনেভা কনভেনশনের লঙ্ঘন এবং এটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।”
সূত্র: এএফপি