গম্ভীর সমালোচনা নিয়ে উথাপ্পার তীব্র জবাব

গম্ভীর সমালোচনা নিয়ে উথাপ্পার তীব্র জবাব

58 / 100 SEO Score

গম্ভীর সমালোচনা নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন দিনের টেস্টে ভারতের লজ্জাজনক হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কোচ গৌতম গম্ভীরকে দোষারোপের ঝড় বয়ে যায়। ১২৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ৯৩ রানে অলআউট—আর এর পরই শুরু হয় গম্ভীরের দল নির্বাচন, ব্যাটিং কৌশল এবং নিজের মাঠে ভারতের প্রভাব কমে যাওয়ার মতো সমালোচনা।

উথাপ্পা তার ইউটিউব চ্যানেলে স্পষ্ট ভাষায় বলেন,
‘গম্ভীরকে দোষ দেওয়া একেবারেই অযৌক্তিক। কোচ তো আর মাঠে নেমে ব্যাট করবে না।’

তিনি জানান, ম্যাচের সময় আসলে কোচের ভূমিকা খুব সীমিত।
উথাপ্পার ভাষায়,
‘শুধু ফল দেখে কোচকে দোষ দিলে আসল প্রেক্ষাপটটা আড়ালে পড়ে যায়। পরিস্থিতি না বুঝে গম্ভীর সমালোচনা করা ঠিক নয়।’

তিনি আরও জানান, অতীতেও একই ধরনের অন্যায় সমালোচনার শিকার হয়েছিলেন রাহুল দ্রাবিড়।
উথাপ্পা বলেন—
‘দ্রাবিড়ের মতো কিংবদন্তির ২০–৩০ হাজার আন্তর্জাতিক রানকে ভুলে গিয়ে যেভাবে মানুষ তাকে ট্রোল করেছিল, তা কখনোই গ্রহণযোগ্য নয়। তখনই বুঝেছিলাম, কাউকেই ছাড় দেওয়া হয় না।’

গম্ভীরের দায়িত্ব নেওয়ার পর ১৮ টেস্টে ভারতের এই নবম হার, যা কোচকে ঘিরে সমালোচনা আরও বাড়িয়েছে। তবে উথাপ্পার মতে, দায় কারও ব্যক্তিগত নয়—ম্যাচ হারার পেছনে রয়েছে সামগ্রিক ব্যর্থতা।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )