গণতন্ত্র পুনরুদ্ধারে সমবেত হওয়ার আহ্বান আওয়ামী লীগের
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ এবার ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে। আগামীকাল, রবিবার (১০ নভেম্বর), রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে সমবেত হওয়ার ডাক দিয়েছে দলটি। আজ শনিবার, আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই আহ্বান জানিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়েছে, যেখানে একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে।
পোস্টারে লেখা হয়েছে, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে।’ ফেসবুক পোস্টের বার্তায় বলা হয়েছে, ‘১০ নভেম্বর আসুন নূর হোসেন চত্বরে, আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে; মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে; এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিঘ্নিত করার চক্রান্তের বিরুদ্ধে।’ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এই প্রতিবাদে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার (৮ নভেম্বর), একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে শেখ হাসিনা কর্মসূচিতে অংশগ্রহণের নির্দেশনা দিতে শোনা যায়। অডিও বার্তায় নূর হোসেন দিবসে ট্রাম্পের ছবি হাতে মিছিল করার এবং নূর হোসেনের ছবি ও ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লেখা প্ল্যাকার্ড রাখার নির্দেশনা ছিল। তবে অডিওটি সত্যিই শেখ হাসিনার কিনা তা নিশ্চিত নয়।
উল্লেখ্য, প্রতিবছর ১০ নভেম্বর নূর হোসেন দিবস পালিত হয়, যিনি ১৯৮৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন।