খেলা শেষ হওয়ার আগে কসোভো মাঠ ছাড়ায় রোমানিয়াকে জয়ী ঘোষণা

খেলা শেষ হওয়ার আগে কসোভো মাঠ ছাড়ায় রোমানিয়াকে জয়ী ঘোষণা

নেশন্স লিগের ‘সি’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে যাওয়ায় কসোভোর বিপক্ষে রোমানিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে উয়েফা। শুক্রবার বুখারেস্টে অনুষ্ঠিত এই ম্যাচটি যোগ করা সময়ে চলছিল। এ সময় রোমানিয়ান সমর্থকদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে মাঠ ত্যাগ করেন কসোভোর খেলোয়াড়রা।

ম্যাচ চলাকালে রোমানিয়ান সমর্থকদের সার্বিয়াপন্থী স্লোগানের অভিযোগ করেছে কসোভো। যদিও রোমানিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

এ ঘটনার জেরে উভয় দলকেই শাস্তি দিয়েছে উয়েফা। রোমানিয়ান ফুটবল ফেডারেশন (এফআরএফ)-কে ১ লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, ঘরের মাঠে তাদের পরবর্তী ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করতে হবে।

অন্যদিকে, অসদাচরণের দায়ে কসোভোর ফুটবল ফেডারেশনকে ৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

উয়েফার এই সিদ্ধান্তে দুই দলের ভিন্ন অবস্থান থাকলেও বৈষম্যমূলক আচরণ ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় ফুটবল মাঠের সৌন্দর্য ক্ষুণ্ণ হয়েছে বলে মত দিয়েছে সংশ্লিষ্ট মহল।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )