খুলনায় গুলি ও কুপিয়ে যুবককে হত্যা

খুলনায় গুলি ও কুপিয়ে যুবককে হত্যা

খুলনায় দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে এক যুবককে হত্যা করেছে। নিহত যুবকের নাম রাসেল ওরফে পঙ্গু রাসেল (২৭), যিনি খুলনার শেরে-এ-বাংলা রোডের আমতলা মোড় এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। জানা গেছে, রাসেলের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার কাশেম সড়কের কুবা মসজিদের সামনে এই ঘটনা ঘটে। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক, মো. সজিব ও মো. ইয়াছিন, যাদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাত ২টার দিকে ৩টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে রাসেলকে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হত্যার কারণ উদঘাটন ও অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )