কেএনএফের আস্তানায় সেনা অভিযান, বিপুল অস্ত্র উদ্ধার

কেএনএফের আস্তানায় সেনা অভিযান, বিপুল অস্ত্র উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে রুমা উপজেলার মুনলাই পাড়ার নিকটে এই আস্তানাটি ছিল। বুধবার রাতেই সেনাবাহিনীর একটি দল এলাকাটি ঘিরে ফেলে। বৃহস্পতিবার ভোরে গুলি বিনিময়ের আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেনা সদস্যরা আস্তানাটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেন।

চলতি বছরের এপ্রিল মাসে রুমা এবং থানচিতে সংঘটিত ব্যাংক ডাকাতি ও অপহরণের ঘটনায় কেএনএফের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা কমিটি সংলাপ বন্ধ করে দেয়। এরপর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে কেএনএফের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গত চার মাস ধরে কেএনএফ সদস্যরা প্রকাশ্যে আসতে পারেনি বলে জানা গেছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )