কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল, প্রস্তুতি সম্পন্ন

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল, প্রস্তুতি সম্পন্ন

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ এপ্রিল। এ উপলক্ষে সব কেন্দ্র ও উপকেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার গুচ্ছ পদ্ধতির নেতৃত্বে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বাকৃবি রেজিস্ট্রার অফিসের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন

তিনি জানান, পরীক্ষাটি বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ৯টি কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রে। পরীক্ষার্থীদের কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছাতে হবে। বিশেষ করে ঢাকায় একইদিনে ‘মার্চ টু গাজা’ কর্মসূচির কারণে যানজটের আশঙ্কা রয়েছে।

বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, গুচ্ছ পদ্ধতিতে এবার ৯৪ হাজার ২০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ছাত্র ৪৬ হাজার ৯৩২ জন ও ছাত্রী ৪৭ হাজার ৮৮ জন। মোট আসন সংখ্যা ৩ হাজার ৮৬৩টি। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন।

ভর্তি পরীক্ষার ফলাফল সম্ভাব্য ১৫ এপ্রিল প্রকাশ করা হবে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার
বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে ১২টার মধ্যে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে। নদের পাড়ে রাত থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে এবং সন্ধ্যা ৭টার পর নদে নৌকা চলাচল নিষিদ্ধ থাকবে।

প্রশ্নপত্র পরিবহনে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হয়েছে, এবং পরীক্ষার দিন শিক্ষার্থীদের কঠোর তল্লাশির আওতায় আনা হবে।

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )