কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে মুক্তি পেলেন ১১ ইয়েমেনি
একসময় গুয়ানতানামো বে কারাগারে সর্বোচ্চ ৭০০ জন বন্দি ছিলেন, যাদের মধ্যে অনেকেই বিনা বিচারে আটক ছিলেন। গতকাল সোমবার আমেরিকা ঘোষণা করেছে যে, দীর্ঘ দুই দশক পর ১১ জন ইয়েমেনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। পেন্টাগন জানিয়েছে, ওই বন্দিদের ওমানে পাঠানো হয়েছে।
জো বাইডেন প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল, বিনা বিচারে বন্দিদের মুক্তি দেবে এবং গুয়ানতানামো বে কারাগার বন্ধ করার উদ্যোগ নেবে। ক্ষমতা ছাড়ার এক সপ্তাহ আগে এই বন্দিদের মুক্তি দিয়ে সেই প্রতিশ্রুতি কিছুটা পূরণ করেছে বাইডেন সরকার।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে অন্যতম শাকাউই আল হাজ, যিনি ২১ বছর ধরে বিনা বিচারে বন্দি ছিলেন এবং কারাগারে নানা অত্যাচারের শিকার হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করেছে যে, গুয়ানতানামো বে কারাগারে বন্দিরা ভয়াবহ অত্যাচারের শিকার হয়েছেন।
২০০১ সালে ৯/১১ ঘটনার পর, যুদ্ধাপরাধীদের আটক রাখতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়র এই কারাগার প্রতিষ্ঠা করেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন কারাগার বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
মার্কিন প্রশাসন বলছে, বন্দিদের অন্য দেশে পাঠানো নিয়ে জটিলতা থাকায় পুরো কারাগার খালি করা সম্ভব হয়নি। বর্তমানে যারা বন্দি আছেন, তাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে, তবে ছয়জনের বিচার এখনও হয়নি।