
বাড়ির উঠান থেকে শিশুকে টেনে নিয়ে গেল শিয়াল, কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে শিশুর মৃত্যু, কিশোরগঞ্জে শিয়াল আতঙ্ক, বাড়ির উঠান থেকে শিশু নিখোঁজ—এমনই হৃদয়বিদারক এক ঘটনায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া গ্রামে দুই বছরের শিশু হুমাইরা আক্তার নিহত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির উঠান থেকে শিয়াল টেনে নিয়ে যাওয়ার পর শিশুটির মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে পরিবার।
নিহত হুমাইরা আক্তার অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে। তিন ছেলে ও এক মেয়ের মধ্যে হুমাইরা ছিল সবার ছোট সন্তান।
শিশুটির বাবা হুমায়ুন কবির জানান, সোমবার সন্ধ্যায় তাঁর ভাই গোলাম মোস্তাফার ঘর থেকে খেলা শেষে নিজের বাড়ির দিকে ফিরছিল হুমাইরা। পরিবারের সবার অগোচরে হঠাৎ বাড়ির উঠান থেকে একটি শিয়াল শিশুটিকে টেনে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ‘অনেকক্ষণ মেয়েকে না দেখে খোঁজাখুঁজি শুরু করি। পরে বাড়ির পেছনের ঝোপের মধ্যে গিয়ে হুমাইরার মরদেহ পড়ে থাকতে দেখি।’
শিশুটির ভাবী মর্তুজা বেগম বলেন, ‘গতকাল সন্ধ্যার নামাজের পর ঘরের সামনে দিয়ে দুটি শিয়াল যেতে দেখেছি। আমাদের ধারণা, ওই শিয়াল দুটিই হুমাইরাকে টেনে নিয়ে গেছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, শিয়ালের কামড়ে শিশুটির শরীরের বেশির ভাগ অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। এই ঘটনায় পুরো এলাকায় শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ছোট শিশুদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন অভিভাবকেরা।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিশু হুমাইরার এমন মৃত্যুর বিষয়ে শুরুতে আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য ছিল না। বিষয়টি জানার পর খোঁজ নিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় পরিবারগুলো বাড়ির উঠান ও আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, সন্ধ্যার পর শিশুদের একা বাইরে না থাকতে দেওয়া এবং শিয়াল বা অন্য বন্য প্রাণী দেখা গেলে দ্রুত স্থানীয় প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন।

